বরিশাল বিভাগ

বছরের ছয়মাস জলাবদ্ধতায় ডুবে থাকে কেন্দ্রীয় খেলার মাঠ!


বরিশাল ব্যুরো : বাবুগঞ্জ উপজেলা পরিষদের কেন্দ্রীয় খেলার মাঠটি বছরের ছয় মাসই জলাবদ্ধতায় ডুবে থাকে। বর্ষা মৌসুম থেকে শুরু করে খেলার মাঠটি মাসের পর মাস জলমগ্ন হয়ে ডুবে থাকলেও দীর্ঘদিনে তা উত্তোরনে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি ।


ফলে খেলাধুলার জন্য কেন্দ্রীয় খেলার মাঠটি একেবারেই ব্যবহার অনুপোযোগী হয়ে পরেছে। খোঁজনিয়ে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলা পরিষদের খেলার মাঠটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় খানাখন্দ ও চারিপাশে বছরের ছয়মাস পানিতে ডুবে থাকে। অথচ প্রতিটি জাতীয় দিবসসহ বিভিন্ন অনুষ্ঠান হয় এ মাঠেই ।


বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল খেলার মাঠটির দুরাবস্থার কথা স্বীকার করে বলেন, জলাবদ্ধতা নিরসনসহ মাঠ সংস্কারের জন্য খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *