উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব এর গণ সচেতনতামূলক কর্মসূচি
(অরণ্য শোয়েব)-একটা পানির বোতল এই শহরে কিনে খেতে হলেও এক ব্যাগ রক্ত সহজেই পাওয়া যায় ঝামেলা ছাড়াই।বাংলাদেশে এমন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন হরহামেশাই চোখে পরে যারা এই সহজ কাজটি আরো একটুই সহজ করে তোলে একজন রক্ত প্রয়োজন ব্যাক্তির কাছে।বাংলাদেশের বরিশাল জেলার উজিরপুর এ ঠিক এমনি একটি সংগঠন আছে যারা সারা বছর রক্ত প্রদান করেন, নাম ‘উজিরপুর ব্লাড ডোর্নাস ক্লাব’ -ইউবিডিসি। এই ব্ল্যাড ক্লাবের কাজ হচ্ছে সকল ধরনের রক্ত প্রয়োজন থাকলে সেটি রোগীর কাছে পৌছে দেয়া। এই সংগঠনটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনকে দিন।
সম্প্রতি তারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ইতি করছেন। উজিরপুর উপজেলার হস্তিশুন্ড নামক এলাকায় ‘উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব’ ( UBDC) পরিবার এর উদ্যোগে কাজিরা হস্তিশুন্ড প্রথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শেষ হয়।

বিস্তারিত জানার জন্য ডেইলি বাংলাদেশ টাইম এর সাথে কথা বলেন,উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব’ ( UBDC) প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান নাজির শান্ত। তিনি জানান,রক্তদান হাঁসবে এ ভুবন
হাঁসবে মানবতা বাচবে জীবন। আলহামদুলিল্লাহ
অবশেষে আমরা সফল ইচ্ছাশক্তি আর চেষ্টা থাকলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় মহান আল্লাহ তায়া’লার অশেষ রহমতে আমরা উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব ( UBDC) পরিবার এর উদ্যোগে কাজিরা_হস্তিশুন্ড প্রথমিক বিদ্যালয়ে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন সম্পুর্ন করলাম।

শান্ত আরো বলেন, উক্ত ক্যাম্পেইনে আমরা প্রায় (৩০০) তিন শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ এবং তাদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের জন্য সচেতনতা মূলক আলোচনা এবং রক্তদান সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি

আমাদের এই কাজ সফল করার জন্য বড় / ছোট অনেক ভাইয়ের চেষ্টা ছিলো এজন্য সকলের প্রতি কৃতজ্ঞ আমরাআশা করি এবারের মতো সামনে ও মহৎ কাজে সহায়তা করবেন
শান্ত যোগ করে আরো বলেন, ইনশাআল্লাহ আমারা উজিরপুরব্লাডডোনার্সক্লাব (UBDC) ইউবিডিসিয়ানটিম সর্বদা প্রস্তুত আছি মানবতার সেবায় কাজ করার জন্যআপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবে যেন সারাজীবন মানবতার সেবায় কাজ করে যেতে পারি। UBDC মানবতারসেবায়সর্বদা_প্রস্তুত।

সেখানে উপস্থিত ছিলেন ইমরান নাজির প্রতিষ্ঠাতা পরিচালক ছাড়াও সিফাত তালুকদার (এডমিন) পাভেল আহাম্মেদ সিফাত (এডমিন),রুমান হোসেন সানি(এডমিন),মোরসালিন ইসলাম শাকিল (এডমিন),তরিকুল ইসলাম (মডারেটর),সাকিব হাসান (মডারেটর),মাসুম সরদার, আজমিরা জিম (মডারেটর), .সাইফুল ইসলাম, হাসান ইমাম শান্ত,শাহাবুদ্দিন সজিব,তুহিন রহমান,রিমন,মেহেদী হাসান,বরকত, আলামিন,হামিম,আজমিরা জীম( মডারেটর) প্রমুখ।