গৌরনদীতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) গৌরনদীতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, আব্দুর রব হাওলাদার, আব্দুর রাজ্জাক হাওলাদার, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন। এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।