বরিশাল বিভাগ

বরিশালের পাঁচ ইউনিয়নের চারটিতে নৌকার প্রার্থী বিজয়ী

Share this:


বরিশাল ব্যুরো : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার তিনটি উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন । স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামলা জটিলতার কারণে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন ।


সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন ৬ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।

তার নিকটতম প্রতিদ্বন্দী ওয়ার্কার্স পার্টির হাতুরি মার্কার প্রার্থী শাহিন হোসেন পেয়েছেন ৩ হাজার ৯৩৩ ভোট । উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: আওরঙ্গজেব ৭ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । হারতা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী অমল মল্লিক ১১ হাজার ৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।

এছাড়া উজিরপুরের বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ হাওলাদার ও মুলাদীর বাটামারা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন অশ্রু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *