ভুয়া ডিবি আটক
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : জেলা ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বুধবার বিকেলে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক । ঘটনাটি উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামে ।
আটককৃত ভুয়া ডিবি পরিচয় দেয়া সোহেল (৪৫) ঢাকার কেরানিগঞ্জ থানার কলাতিয়া ইউনিয়নের জুইপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে । পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে গত পাঁচ মাস পূর্বে সোহেল শাহাজিরা গ্রামের আনোয়ার ফকিরের মেয়ে লিপি আক্তারকে বিয়ে করেন ।
এরপর শ্বশুড়ালয়ে থেকে সোহেল বরিশালের বিভিন্নস্থানে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে আসছিলো । অতিসম্প্রতি বাবুগঞ্জের আগরপুর এলাকার চরফতেপুর গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের পুত্র আলি আহম্মদকে ডিবি পরিচয়ে মারধর করে তার পকেটে গাঁজা ঢুকিয়ে দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ।
বুধবার দুপুরে সোহেলকে শাহাজিরা গ্রামে দেখে আলী আহম্মেদ স্থানীয়দের কাছে বিষয়টি জানান । পরবর্তীতে এলাকাবাসী ভুয়া ডিবি সোহেলকে আটক করে বিকেলে থানা পুলিশের কাছে সোর্পদ করে । গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।