গৌরনদীতে দারোগার ওপর হামলা ॥ কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : থানায় দায়ের করা লিখিত অভিযোগের তদন্তে গিয়ে আসামি ও তাদের সহযোগীদের হামলায় এসআই ও এক কনস্টবল আহত হয়েছেন । এসময় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা থানা পুলিশকে রক্ষায় এগিয়ে আসেন ।
এতে ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে হামলাকারীরা ওই আওয়ামী লীগ নেতার সহদর কলেজ ছাত্রকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করেছে । মুমূর্ষ অবস্থায় কলেজ ছাত্র নাজমুল ইসলাম রিমন প্যাদাকে (২৫) শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
ঘটনাটি উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের কালীবাড়ি বাজারে । পুলিশ বুধবার সন্ধ্যায় হামলাকারী এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে । প্রত্যক্ষদর্শী, আহত ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মালেক সরদারের বিরুদ্ধে তার পুত্র রহমান সরদারের স্ত্রী নুপুর বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ওই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স (কনস্টবল) নিয়ে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় তদন্তে যান ।
এসময় আসামি ও তার সহযোগিরা পরিকল্পিতভাবে থানা পুলিশের ওপর হামলা চালায় । খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম প্যাদা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে রক্ষা করেন । এতে ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে মালেক সরদার, সালেক সরদার ও তাদের ১০/১৫জন সহযোগীরা নজরুল প্যাদার সহদর কলেজ ছাত্র নাজমুল ইসলাম রিমনের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ।
খবর পেয়ে থানা পুলিশ ওইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে হামলাকারী মালেক সরদার, আব্দুর রশিদ, লোকমান সরদার ও তিথি আক্তারকে গ্রেফতার করেন । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।