বরিশাল বিভাগ

বিজয় দিবসে প্রধানমন্ত্রীর সাথে দেশ গড়ার শপথ নিলেন বরিশালবাসী

Share this:


বরিশাল ব্যুরো: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেশ গড়ার শপথ নিয়েছেন স্বাধীনতার স্বপক্ষের বরিশালের সর্বস্তরের জনতা। বুধবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ।


প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সম্প্রচার করায় প্রধানমন্ত্রীর সাথে কন্ঠ মিলিয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে দৃঢ়তার সাথে শপথ বাক্য পাঠ করেছেন বিভাগীয় শহর বরিশালসহ জেলার প্রতিটি উপজেলার আপমর জনগন ।

শপথ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতাকর্মী, সাংবাদিকসহ স্বাধীনতার স্ব-পক্ষের সর্বস্তরের আপামর জনগন অংশগ্রহণ করেন। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ার জন্য দৃঢ়তার সাথে শপথ গ্রহণ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *