শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা
প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় দিবসে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬জন শহীদ এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধণা ও সম্মাননা প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায় উজ্জল নক্ষত্র এসব শহীদ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয় । উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেমের সভাপিতত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ।