বিনোদনসিনেমা

নিজের গ্রাম নিয়ে চিত্রনায়ক এর ভিন্ন আয়োজন

Share this:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা সাইমন সাদিক। কিশোরগঞ্জের ছেলে সাইমন সাদিক ছোটবেলা থেকেই দুরুন্তপণা ছিলেন। সিনেমায় কাজ করার ভিতরেও একটু অবসর পেলেই ছুটে যান নিজ গ্রামে।

তিনি ভালোবাসেন তার নিজ গ্রামের মানুষকে, তিনি ভালোবাসেন সবাইকে। সবার মধ্যমণি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক শুরু করলেন নিজের গ্র‍্যাম নিয়ে ব্যতিক্রম একটি উদ্যোগ।

‘কলিজার গ্রাম ‘ স্লোগান দিয়ে শুরু করেন একটি ব্যতিক্রম কার্যক্রম।১ লা ডিসেম্বর থেকে শুরু করেন তাদের কার্যক্রম। এবং বিজয়ের ৫০ বছর উপলক্ষে পালন করেন নানান কর্মসূচি।

এই ব্যাপারে সাইমন সাদিক ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, নিজেকে ভালোবাসলেই,দেশকে ভালোবাসা যায়।এই স্লোগানে ১লা ডিসেম্বরে আমরা শুরু করেছিলাম “কলিজার গ্রাম” এর প্রাথমিক কার্যক্রম।১৬ ডিসেম্বর,বিজয়ের ৫০ বছরে আমার বাংলাদেশ কে উদযাপন করেছি আমাদের কলিজার গ্রামের সকল বাচ্চাদের নিয়ে।সাথে ছিলো আমার কলিজার গ্রামবাসী সহ আমারা সবাই।


সারাদিন ধরেই আয়োজন ছিলো হারিয়ে যাওয়া সব আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা।সাধারণ দৌড়।চকলেট দৌড়।বিস্কুট দৌড়।দড়িলাফ।মহিলাদের জন্য চেয়ার ও বালিশ খেলা।
মোরগ লড়াই সহ আরো অনেক আয়োজন।অনেক অনেক ভালোবাসা আমার কলিজারা। আমাদের “কলিজার গ্রাম” এর পক্ষ থেকে সবাই কে বিজয়ের ৫০ বছরের শুভেচ্ছা।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *