বরিশাল বিভাগ

ভাগ্নিকে দাফন করে ফেরার পথে মামা নিহত

Share this:


প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : ভাগ্নিকে (বোনের মেয়ে) দাফন করে ফেরার পথে বেপরোয়াগতির অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় পথচারী মামা এস্কেন্দার চৌকিদার (৬০) নিহত হয়েছেন ।


ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কসবা আল্লাহর মসজিদ বাসষ্ট্যান্ড এলাকায় । নিহত ব্যবসায়ী এস্কেন্দার চৌকিদার কালকিনি উপজেলার রামারপোল গ্রামের মৃত ইসমাইল চৌকিদারের ছেলে ।


জানা গেছে, কসবা গ্রামের জনৈক হালিম হাওলাদারের স্ত্রী রেকসোনা বেগম (২৫) বাচ্চা প্রসবের সময় মৃত্যুবরণ করেন। সোমবার রাতে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *