অন্তঃস্বত্তা স্ত্রীর ওপর হামলা প্রবাসীকে কুপিয়ে জখম
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : আট মাসের অন্তঃস্বত্তা স্ত্রী শারমিন বেগমের (২৩) ওপর হামলার ঘটনায় তাকে (স্ত্রীকে) রক্ষায় এগিয়ে এসেছিলেন ছুটিতে দেশে আসা প্রবাসী স্বামী । এসময় হামলাকারীরা প্রবাসী ইসমাইল হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে ।
ঘটনাটি গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের উত্তর কান্ডপাশা গ্রামে । মুমূর্ষ অবস্থায় আহত দম্পত্তিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত প্রবাসীর বোন ইয়াসমিন বেগম বাদি হয়ে সোমবার দিবাগত রাতে হামলাকারী ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত হামেদ বেপারীর ছেলে মালেশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের (৩৬) বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি দীর্ঘদিন থেকে পাশ্ববর্তী জমিতে ফেলা হচ্ছিলো । সোমবার বিকেলে জমির বর্গাচাষী প্রতিবেশী জামাল সরদার টিউবওয়েলের পানি অন্যত্র ফেলার জন্য প্রবাসীর স্ত্রী শারিমনকে বাড়িতে এসে শ্বাসিয়ে যায় ।
এসময় উভয়ের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে জামাল অর্তকিতভাবে হামলা চালিয়ে অন্তঃস্বত্তা শারমিনকে মারধর করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় । খবর পেয়ে শারমিনকে রক্ষার জন্য তার স্বামী ইসমাইল হোসেন এগিয়ে আসেন ।
এসময় স্ত্রীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার বিষয়টি জানতে পেরে তিনি (ইসমাইল) জামালের কাছে চেইন ফেরত চান । এতে ক্ষিপ্ত হয়ে জামালের নেতৃত্বে তার ভাই হুমায়ুন, চাচা রহিম সরদার, মামা মতলেব ফকিরসহ তাদের ১০/১২জন স্বজনেরা প্রবাসীর ওপর হামলা চালিয়ে বেদম মারধরসহ কুপিয়ে মারাত্মক জখম করে ।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে ।