বরিশাল বিভাগ

মামলা করায় বাদীর ওপর আসামিদের হামলা

Share this:

বরিশাল ব্যুরো : জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন ভ্যানচালক জাকির খান । এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদীসহ তার পরিবারের দুই নারীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম এবং শ্লীলতাহানী করেছে । ঘটনাটি বাবুগঞ্জ উপজেলার চর উত্তর ভূতেরদিয়া গ্রামের ।


গুরুত্বর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থভাবে আহতদের চিকিৎসা বন্ধ থাকায় বুধবার সকালে স্থানীয় আগরপুর বাজার থেকে হাত পেতে সাহায্য উত্তোলন করা হয়েছে। হামলার ঘটনায় বরিশাল আদালতে দ্বিতীয় দফায় মামলা দায়ের করা হয়েছে ।


এজাহারে জানা গেছে, ওই গ্রামের ভ্যানচালক জাকির খানের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে প্রতিবেশী কামরুজ্জামান মির্জার বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে সম্প্রতি জাকির খান প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ।

এতে ক্ষিপ্ত হয়ে কামরুজ্জামান মির্জার নেতৃত্বে তার সহযোগীরা বিরোধীয় সম্পত্তিতে গত ৫ ফেব্রুয়ারী বিকেলে ঘর উত্তোলন করতে যায় । এসময় প্রভাবশালীদের বাঁধা প্রদান করায় কামরুজ্জামানের নেতৃত্বে তার সহযোগী নাইম খান, তানভীর হোসেন, নয়ন খান, আব্দুল হাকিমসহ ১০/১২ জনে পরিকল্পিতভাবে জাকির হোসেনের ওপর হামলা চালায় ।

এসময় জাকিরকে রক্ষা করতে এগিয়ে আসায় হামলাকারীরা তার (জাকির) মা ফাতেমা বেগমসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মুমূর্ষ অবস্থায় ফাতেমা বেগমকে শেবাচিমে ভর্তি করা হয়েছে ।


জাকির হোসেন অভিযোগ করেন, হামলার ঘটনায় আদালতে মামলা করার পর আসামিরা মামলা উত্তোলনের জন্য তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *