আওয়ামী লীগ নেতার ঝুপড়ি ঘরে বসবাস ॥ মেলেনী সরকারী ঘর
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) বাঁশের কয়েকটি খুটির উপর পুরাতন টিন দিয়ে দাঁড় করানো ঝুপড়ি ঘরের মধ্যে ঝড় আতংকে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন এক কৃষকলীগ নেতা । ওই কৃষকলীগ লীগ নেতার নাম মোঃ এসহাক বেপারী সাকী । সে (সাকী) গৌরনদী উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক এবং বাটাজোর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী বলে দাবী করেছেন ।
বুধবার দুপুরে এসহাক বেপারী সাকী জানান, ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকারের সময় ৪/৫ টা মামলা খেয়েছি। একাধিকবার হামলার স্বীকার হয়েছি। শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে ছাত্রদল নেতাদের চাঁদা দিয়ে এলাকায় থাকতে হয়েছে ।
তিনি আরও জানান, আমার দল আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য বসতঘর করে দিচ্ছেন। ইতিমধ্যে বাটাজোর ইউনিয়নের ১৪টি পরিবারের জন্য সরকারী বসতঘর নির্মাণ করা হয়েছে ।
একটি বসতঘরের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের কাছে ধর্না দিয়েও এখন পর্যন্ত মেলেনি একখানা সরকারী ঘর। ফলে ঝড়-বৃস্টির এ মৌসুমে স্ত্রী-সন্তান নিয়ে অনেকটা আতংকের মধ্যে দিন কাটাচ্ছি। বসতঘর পাওয়ার জন্য তিনি (সাকী) মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র হস্তক্ষেপ কামনা করেছেন ।
এ বিষয়ে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার জানান, এসহাক বেপারী সাকী আওয়ামী লীগের দূর্দিনের একজন কর্মী। জমি আছে ঘর নাই প্রকল্পের তালিকায় তার নাম রয়েছে। তিনি সরকারী ঘর পাবেন।