উজিরপুরে আইনজীবীর জমি দখলে মরিয়া ইউপি চেয়ারম্যান
বরিশাল ব্যুরো : আদালতের রায় অমান্য করে ইউপি চেয়ারম্যান তার সহযোগীদের মাধ্যমে এক আইনজীবীর পৈত্রিক সম্পত্তি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামের ।
সরেজমিনে মঙ্গলবার সকালে সাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড সাতলা (আলামদী) গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে ঢাকা জজ কোর্টের আইনজীবী হুমায়ুন কবির জানান, পশ্চিম সাতলা মৌজার ১১১১/১২ দাগে এক একর ৫৩ শতক সম্পত্তি ক্রয়সূত্রে তার পিতা মালিক হয়েছেন ।
গত ২৫ বছর থেকে ওই সম্পত্তি তারা ভোগ দখলে রয়েছেন । ২০২১ সালের ৬ ফেব্রুয়ারী পাশ্ববর্তী ২নং ওয়ার্ডের পশ্চিম সাতলা গ্রামের রিন্টু হাওলাদার, মাসুদ হাওলাদার, মনির হাওলাদার চাপলুশ হাওলাদার ও সাইফুল বালী নামের ভূমিদস্যুরা ওই দাগের ৩৯ শতক সরকারী জমি দাবী করে জোরপূর্বক দখল করার চেষ্টা করেন ।
ওই আইনজীবী আরও জানান, এ ঘটনায় গত বছরের ৯ ফেব্রুয়ারী বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় । আদালতে বিবাদীরা কোনকাগজপত্র দাখিল করতে না পারায় এবং উজিরপুর সহকারী কমিশনারের (ভূমি) তদন্ত প্রতিবেদন মতে মামলার বাদী মোতালেব বিশ্বাসের পক্ষে রায় ঘোষনা করেন ।
একইসাথে মামলার তফসিলভুক্ত সম্পত্তিতে বিবাদীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে মামলাটি নিস্পত্তি করা হয়। পরবর্তীতে উক্ত রায়ের কপি আদালতের মাধ্যমে থানায় প্রেরণ করা হয়েছে । উক্ত রায়ের বিষয়ে উজিরপুর থানা পুলিশ বিবাদীদের অবগত করেন । পাশাপাশি রায় সম্বলিত একটি সাইনবোর্ড স্থাপন করা হয় ।
তিনি (হুমায়ুন কবির) আরও জানান, আদালত থেকে রায় পাওয়ার পর গত চলতি বছরের ১০ ফেব্রুয়ারী ওই সম্পত্তিতে বসতিস্থাপন করতে গেলে সাতলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদার বাঁধা প্রদান করেন । পরবর্তীতে ইউপি চেয়ারম্যানের কাছে আদালতের নির্দেশনার কাগজপত্র দাখিল করা সত্বেও তিনি (ইউপি চেয়ারম্যান) তা আমলে না নিয়ে ওই সম্পত্তিতে তার সহযোগী উল্লেখিত ভূমিদস্যুদের প্রকাশ্যে দোকান নির্মানের নির্দেশ দেন ।
চেয়ারম্যানের নির্দেশের পরেই ওই জমিতে থাকা স্থাপনা ভাংচুর করে লুট করে নেওয়া হয় । আইনজীবী হুমায়ুন কবির আদালতের নির্দেশ অমান্যকারীদের কঠোর শাস্তির দাবী করেন । পুরো ঘটনাটি উজিরপুর মডেল থানার ওসিকে অবগত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন ।
অভিযোগ অস্বীকার করে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার জানান, জমি দখলের ঘটনায় আমার কোন সংশ্লিষ্টতা নেই । একটি মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে ।