গৌরনদীতে নিরাপদ সড়ক দিবস উদযাপন
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি ” এ প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে গৌরনদী হাইওয়ে থানার আয়োজনে হাইওয়ে কম্পাউন্ডে সার্জেন্ট মাহাবুব ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া। শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ।