বরিশাল বিভাগ

গৌরনদীতে কিশোরীর ধর্ষককে ছিনিয়ে নিয়েছে ইউপি সদস্য

Share this:


সুজন শরীফ, ষ্টাফ রিপোর্টার : প্রকৃতির ডাকে সারাদিতে ঘরের বাহিরে বের হওয়ার পর মুখে গামছা পেচিয়ে কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় আটক ধর্ষককে ছিনিয়ে নিয়েছে এক ইউপি সদস্য । ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ কমলাপুর গ্রামে ।


এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদি হয়ে ধর্ষক নজরুল বেপারী ও তার সহযোগী রাসেল বেপারীকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন । নির্যাতিতা, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কমলাপুর গ্রামের একটি জমি লিজ নিয়ে সবজি চাষ করে আসছিলো পাশ্ববর্তী বার্থী গ্রামের নজরুল বেপারী ও তাঁরাকুপি গ্রামের রাসেল বেপারী ।

সে সুবাদে দীর্ঘদিন থেকে নজরুল ওই কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো । বুধবার রাত আটটার দিকে প্রকৃতির ডাকে সারাদিতে ওই কিশোরী ঘরের বাইরে বের হয় । এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা নজরুল ওই কিশোরীর মুখে গামছা পেচিয়ে সবজি ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষষ করে । এ সময় ওই কিশোরীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে ধর্ষক নজরুল ও তার সহযোগী রাসেলকে মোটরসাইকেলসহ আটক করে ।


স্থানীয়রা অভিযোগ করেন, ধর্ষক ও তার সহযোগীকে ঘরের মধ্যে আটক করে রাখা হয়েছিলো । পরবর্তীতে বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য করিম লস্কর মোটরসাইকেলযোগে তার ৩০/৩৫জন সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের ছিনিয়ে নেয় । তবে বিষয়টি অস্বীকার করেছেন, ইউপি সদস্য করিম লস্কর ।


মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । মামলার অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে । পাশাপাশি নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *