বরিশাল বিভাগ

কৌশলে জমি আত্মসাত, বিধবা মাকে মারধর

Share this:

বরিশাল ব্যুরো : বিধবা বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দিয়ে তার বয়স্ক ভাতার টাকা ও জমি আত্মসাতের প্রতিবাদ করায় মারধরের অভিযোগ পাওয়া গেছে । এমনকি বড় দুইভাই তাদের ছোট দুই ভাই ও এক বোনের সম্পত্তি কৌশলে আত্মসাত করেছেন ।


এসব অভিযোগ এনে বড় ও মেঝ ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নগরীর মড়ক খোলার পুল সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত শাজাহান ডাকুয়ার বিধবা স্ত্রী আয়শা বেগম (৬২)। বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার ইফতারের পরবর্তী সময়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই ছেলের মারধরের স্বীকারের বর্ননা করতে গিয়ে কান্নায় ভেঙে পরেন বিধবা আয়শা বেগম । পরবর্তীতে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছোট ছেলে হাসান ডাকুয়া ।


চার ছেলে ও এক মেয়ে থাকা সত্বেও বিধবা আয়শা বেগমের ঠাঁই হয়েছে ছোট ছেলে ইজিবাইক চালক হাসান ডাকুয়ার ঘরে। বড় ও মেঝ ছেলে তার (আয়শা) কোন খোঁজখবর নেয়না। সংবাদ সম্মেলনে জানা গেছে, বড় ছেলে মোশারেফ ডাকুয়া এবং মেঝ ছেলে আনোয়ার হোসেন ডাকুয়া মিলে তাদের ভাই হাসান ডাকুয়া, মোজাম্মেল হোসেন ও বোন রাবেয়া বেগমের অংশের প্রায় অর্ধ কোটি টাকার সম্পত্তি কৌশলে আত্মসাত করেছেন। এনিয়ে নিকট আত্মীয়-স্বজনদের নিয়ে স্ট্যাম্প চুক্তিতে পারিবারিক মীমাংসায় বসেও মোশারেফ ও আনোয়ার সিদ্ধান্ত অমান্য করেছেন ।


এ ঘটনায় ছোট ভাই হাসান ডাকুয়া থানায় অভিযোগ দায়ের পর আনোয়ারের স্ত্রী শিউলী বেগমকে বাদী করে হাসানের বিরুদ্ধে আদালতে তিনটি মামলা দায়ের করা হয়। এছাড়াও বড় দুই ভাই তাদের পৈত্রিক বাড়ির গাছ ও জমি বিক্রি করে প্রায় ১৫ লাখ টাকা, নতুন বাজার এলাকায় তিনটি দোকান ঘর দখল এবং সেজ ভাই মোজাম্মেল হোসেন ডাকুয়ার প্রবাস জীবনে আয় করা ১৮ লাখ টাকা আত্মসাত করে নিয়েছে। আয়শা বেগম অভিযোগ করে বলেন, এসব ঘটনার প্রতিবাদ করায় বড় ও মেঝ ছেলে মিলে আমাকে একাধিকবার মারধর করেছে ।


অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে মোশারফ ডাকুয়া কোন কথা বলতে রাজি না হয়ে এসব ব্যাপারে সংবাদ প্রকাশ না করার জন্য সরাসরি সাক্ষাত করতে চেয়েছেন। আনোয়ার হোসেন রং নম্বর বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তা বন্ধ করে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *