বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
বিশ্বকাপের আগে তিন ম্যাচের টি ২০ সিরিজের (২১, ২৩ ও ২৫ মে) পর যুক্তাষ্ট্রের সঙ্গে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে ২০২৪ টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ, যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে। ২০ দলের সবাই অবশ্য প্রস্তুতি ম্যাচ খেলবে না। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও পাকিস্তান বেছে নিয়েছে প্রস্তুতি ম্যাচ না খেলার পথ। ২৭ মে থেকে ১ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোর দুটি করে মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৬টি প্রস্তুতি ম্যাচ। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) বসবে বিশ্বকাপের মূল আসর।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এ মাঠেই বাংলাদেশ সময় ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১ জুন। ম্যাচটি নিউইয়র্কের নতুন নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও আইসিসির সূচিতে আপাতত ভেন্যুর নাম জানানো হয়নি। পরে জানানো হবে। ভারত এই একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশের গ্রুপে থাকা দক্ষিণ আফ্রিকাও খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। সেটাও নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে। সর্বোচ্চ তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে নামিবিয়া।