জেলা পুলিশ লাইন্সে স্ট্রিট ওয়াকওয়ে উদ্বোধন করলেন পুলিশ সুপার
(অরন্য শোয়েব): আজ বরিশাল জেলার পুলিশ লাইন্স এ নব-নির্মিত দৃষ্টিনন্দন পরেশ সাগর তীর রক্ষা ও অক্সিজেন স্ট্রিট ওয়াকওয়ে শুভ উদ্বোধন করেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম।
এই বিষয়ে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, এটি অনেক দিন ধরে জরাজীর্ণ অবস্থায় প্রায় নোংরা ছিল তাছাড়া পুকুর পাড় ভেঙে গিয়েছিল। আমার মনে হয়েছে পুলিশ লাইন্সের জন্য সদস্যদের জন্য এটি কাজে আসবে। এবং শারিরীক সুস্থতা, মনোবল এবং হাটাহাটির জন্য সুফল বয়ে আনবে।
এসময় জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরিশাল; কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, সভাপতি, কমিউনিটি পুলিশং ফোরাম বরিশাল, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার, পিপিএম-সেবা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।