‘বর্ডার’ ছবির সিকুয়েলে আহান শেঠি
সানি দেওল অভিনীত ‘বর্ডার ২’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় হাজির হতে চলেছেন অভিনেতা সুনীল শেঠির ছেলে আহান শেঠি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।সুনীলের ছেলে নিজেও এ খবর জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ভিডিও।
সেখানে আহান ক্যাপশনে লেখেন, ‘জীবনের কাজকর্ম কেমন অদ্ভুত, তাই না? আমার সফর ২৯ বছর আগে শুরু হয়েছিল, যখন আমার মা আমাকে গর্ভে নিয়ে ছবির সেটে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি বড় হয়েছি বিস্ময়কর গল্প শুনে। বুঝিনি কখন সেটাই আমার মনে সিনেমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছে।’
এদিন আহান একই সঙ্গে তার বাবার উদ্দেশেও একটি বিশেষ বার্তা দিয়ে লেখেন, ‘আর বাবা তোমার জন্য এটা। আমি আজ যা, যতটা, সবটাই তোমার জন্য। আমি আপ্রাণ চেষ্টা করব তোমার পথ অনুসরণ করতে।’ তবে ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে সুনীল-পুত্রকে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, ‘বর্ডার’ ছবিতে বিএসএফ অফিসার ভৈরো সিং-এর চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন সুনীল শেঠি।
গত জুনেই সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ‘বর্ডার ২’-এর ঘোষণা করেছিলেন সানি দেওল। সেখানে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘২৭ বছর আগে একজন সেনা কথা দিয়েছিলেন তিনি ফিরবেন। সেই কথা রাখতে এবং ভারতের মাটিকে তার প্রণাম জানাতে আরও একবার তিনি ফিরছেন।’
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৩ জুন মুক্তি পেয়েছিল জে পি দত্ত পরিচালিত ছবি ‘বর্ডার’। ছবিতে ভারত-পাকিস্তানের যুদ্ধের কথা তুলে ধরা হয়েছিল। বাকিটা ইতিহাস। ভারতীয় বক্স অফিসে একের পর এক নজির গড়েছিল ছবিটি। ছবিতে ‘মেজর কুলদীপ’-এর ভূমিকায় সানির অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক-দুই মহলেই। সেই ছবিতে আরও অভিনয় করেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না প্রমুখ।
জানা গেছে, চলতি বছরের শেষে অনুরাগ সিংয়ের পরিচালনায় শুরু হবে ‘বর্ডার ২’-এর শুটিং। ছবিতে সানি ও আহানের পাশাপাশি দেখা যাবে বরুণ ধাওয়ান দিলজিৎ দোসাঞ্জকে।
ভূষণকুমারের সংস্থার সঙ্গে হাত মিলিয়ে জে পি দত্ত এবং তার কন্যা নিধি ছবিটি প্রযোজনা করবেন। সিকুয়েল ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে।