সভাপতি নির্বাচিত হলেন বিপুল ঘোষ
(অরণ্য সোয়েব, বরিশাল গৌরনদী থেকে,)- বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ এর বরিশাল জেলার আংশিক পূর্ণ কমিটি প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল জেলার সভাপতি হয়েছেন গৌরনদীর থানার টরকী বন্দরের তরুণ সমাজসেবক, ব্যবসায়ী বিপুল ঘোষ। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে।

এ বিষয় নিয়ে ডেইলি বাংলাদেশ টাইম কে বিপুল ঘোষ জানান, ধন্যবাদ জানাই কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল সদস্যদের আমাকে মনোনীত করার জন্যে। আমি চেস্টা করব সৎভাবে সকল গঠনমূলক কাজের অংশিদার হবার।

উল্লেখ্য, বিপুল ঘোষ ছোটবেলা থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার বাবা বরিশাল জেলার বিখ্যাত ব্যবসায়ী শচিন ঘোষের ছেলে।