স্বাস্থ্য

স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু সেবা

Share this:

সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের সেবা প্রদানের লক্ষ্যে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনে বিনামূল্যে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম আয়োজন করলো আই কেয়ার প্রোগ্রাম – এমএসএস।

গত ১৯ অক্টোবর (শনিবার) আয়োজিত এ স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামে মোট ১৭৯ জন শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। যার মাঝে ছাত্র ৬৪ জন এবং ছাত্রী ১১৫ জন। এ ছাড়াও ৭৯ শিক্ষার্থীকে ঔষধ ও ৪০ জনকে চশমা দেওয়া হয়।

চক্ষুসেবা গ্রহণ করে সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জামাল হোসেন বলেন, ‘আমার দূরের ব্লাকবোর্ডের লেখা বুঝতে কষ্ট হয়৷ আমি ডাক্তারকে এটা বলেছি। ডাক্তার আমার চোখ পরীক্ষা করে ড্রপ ও চশমা দিয়েছেন৷ চশমা পরে আমি আরও লেখাপড়ায় মনযোগী হতে পারব৷’

আই কেয়ার প্রোগ্রামের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনে প্রধান শিক্ষক বলেন, ‘আই কেয়ার প্রোগ্রাম এমএসএস এর নাম আমি শুনেছি৷ দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের সেবায় তারা অনেক দিন কাজ করছে৷ আজ আমার স্কুলের শিক্ষার্থীদের চক্ষু সেবা দেয়ায় আমি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।’

‘দারিদ্র্যের কারণে কেউ আর অন্ধ থাকবে না’ এই প্রত্যয়ে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সাল থেকে বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রামের অন্যতম লক্ষ্য- সুবিধাবঞ্চিত মানুষের নিরাময়যোগ্য অন্ধত্ব বিনামূল্যে শনাক্তকরণ ও চিকিৎসা দেওয়া, সামাজিক সচেতনতা বৃদ্ধিকরণ, চক্ষু স্বাস্থ্য বিষয়ে শিক্ষাদান, সক্ষমতা ও চক্ষুসেবা কার্যক্রম বৃদ্ধি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *