উজিরপুরে কৃষকদল এর নেতার বিরুদ্ধে মিথ্যাচার,থানায় জিডি!
উজিরপুর প্রতিনিধি –
উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন উত্তর শোলক নিবাসী আনোয়ার সিকদার। ছোটবেলা থেকেই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি। বর্তমানে তিনি শোলক ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক।
সম্প্রতি তার নামে একটি কুচক্রী মহল বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আজেবাজে কথা ও মিথ্যাচার করে আসছে বলে জানা গেছে। এ নিয়ে কয়েকদিন আগে তিনি উজিরপুর থানায় একটি জিডি করেন যার নং ৭২১।
থানায় অভিযোগ প্রসঙ্গে আনোয়ার সিকদার ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, এমন ভিত্তিহীন একটি বিষয় নিয়ে থানায় অবদি যেতে হবে ভাবিনি। আমি ফেসবুক ভালোভাবে ইউজ করতে পারিনা। শুধু খবর জানার জন্য এটি ব্যবহার করি।এরমধ্যে হটাৎ করেই আমি জানতে পারি ও বিভিন্ন স্থান থেকে আমাকে স্ক্রিনশর্টের মাধ্যমে দেখায় যে একটি ফেসবুক আইডি থেকে আমার নামে ভুয়া উল্টাপাল্টা কথা বলে কি যেন রটানো হচ্ছে। পরবর্তীতে বিষয়টি আমলে নিয়ে আমি থানায় অভিযোগ করি এবং আমি সাইবার নিরাপত্তা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ যেসব আইনে আমি সঠিক বিচার পাবো আমি সেই অনুযায়ী আগাবো ও মামলা করব।
তিনি আরো বলেন, উজিরপুরে আমার অবস্থান নিয়ে অনেকের গাত্র দাহ্য আছে এবং এলাকারও কিছু মানুষ আছে যারা আমার পেছনে নেতিবাচক মন্তব্য করে বেড়ায়। এছাড়াও যে একটি ছবি ভাইরাল হয়েছে সেটির বিষয় হচ্ছে, আমি প্রতিদিনই বাসা থেকে বের হয়ে বাহিরে যাই। প্রতিদিনের মত সেদিনও বের হই কিন্তু হটাৎ করেই একটা মিছিল আমার সামনে আসে সেখানে তখন মিছিল লিড করছিলেন আওয়ামিলীগ এর নেতা ও স্থানীয় মেম্বার তিনি। তারা সকলই আমাকে আমাকে একরকম ইচ্ছের বিরুদ্ধেই নিয়ে যায়,যাহা ছবিতে আমার চেহারা ভেসে রয়েছে। এটিই বড় প্রমাণ। আর আমার নামে এমন প্রোপাগান্ডা ছড়িয়ে কি হবে? আমি আমার জীবনের সবটাই বিএনপির সাথে কাটিয়ে দিয়েছি। আমার দল জানেন আমি কি রকম ত্যাগী মানুষ।
এ বিষয়ে ডেইলি বাংলাদেশ টাইম কে উজিরপুর থানা থেকে জানানো হয়, একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।