দেশের কেউই গণতন্ত্রের চর্চা করে না: বরিশাল জাতীয় পার্টি
(জেলা প্রতিনিধি -জিএম লিমন) –
বরিশালে জাতীয় পার্টির বক্তারা বলেছেন, গণতন্ত্র মানুষের নাগালের বাইরে চলে গেছে। দেশের সবাই গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু কেউই গণতন্ত্রের চর্চা করে না, গণতন্ত্রের রাতিনীতি মেনে চলে না। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ দেশে গণতন্ত্রির শাসন ব্যবস্থা আনার জন্য আপ্রাণ চষ্টো করছেন। কিন্তু বৃহত্ দুইটি রাজনৈতিক দলের কারণে তা তিনি করতে পারেননি। এতো রক্ত ঝড়ার পরও ওই দুইটি রাজনৈতিক দলের কারণে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না। আসুন আমরা সবাই মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।
গণতন্ত্র ও সংহতি দিবস উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির জেলা ও মহানগর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এই সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন, জাতীয় পার্টি বরিশাল মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
বক্তব্য রাখেন, জাতীয় পার্টি বরিশাল জেলা সদস্য সচিব এমএ জলিল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তম আলী খান, আকতার রহমান সপ্রু, মঞ্জুরুল আলম খোকন ও ফোরকান তালুকদার, জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান চেৌধুরী কামাল, জাতীয় যুব সংহতি বরিশাল জেলা আহ্বায়ক নুজরুল ইসলাম হেমায়েত, জাতীয় যুব সংহতির মহানগর আহ্বায়ক অধ্যাপক গিয়াস আহাম্মেদ, সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টি জেলা সভাপতি আবদুল মন্নান ও মহানগরের আহ্বায়ক আবদুস সোবাহান, জেলা কৃষক পার্টি আহ্বায়ক মোসলেম ফরাজী, জাতীয় ছাত্র সমাজের জেলা আহ্বায়ক বাহাদুল হোসেন প্রমুখ।