বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরনে গৌরনদীতে স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রতিনিধি,গৌরনদী (বরিশাল)
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরনে বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এক স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ এচাহাক আলী সন্যামত এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এইচ,এম রফিকুল ইসলাম কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ, এম মানিক হাসান, বিএনপি নেতা সেন্টু শিকদার, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অভিভাবক গিয়াস উদ্দিন সরদার, ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা আক্তার।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাজ্জাক সরদার, বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া মাসুদ, সিনহা, ইলমা, মীম, জুবাইদা, ইমা নুসরাত, রাহিমা প্রমুখ। সভা শুরুর পূর্বে বিদ্যালয় চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহন করে শহীদ ও আহত হওয়াদের অবদানকে স্মরনে নানা প্রকার স্থীর চিত্রের প্রদর্শনী করা হয়। সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের ওপর আলোচনায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার রিতরণ করা হয়। সব শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরনে ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।