দর্শকদের পয়সা উসুল করার মত সিনেমা হুরমতি :শবনম পারভীন
ঢাকাই সিনেমার জাত অভিনেত্রী শবনম পারভীন। দীর্ঘ সিনেমার ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। কখনো নেগেটিভ আবার কখনো পজেটিভ নানান চরিত্রের মধ্যে দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। বর্তমানে সিনেমার পাশাপাশি নাটক বিজ্ঞাপন এবং ইত্যাদি নানী চরিত্র নিয়মিত করছেন।
তবে নতুন খবর হচ্ছে, এবার ভিলেন কিংবা অন্যসব চরিত্র নয় এবার দেখা মিলবে নায়িকা বেশে এই জাদরেল অভিনেত্রীকে।
জানা যায়, হুরমতি শিরোনামের একটি সিনেমায় তিনি প্রধান নায়িকার চরিত্র করেছেন যেটি মুক্তি পাচ্ছে ১৩ তারিখে। সিনেমার গল্প জুড়ে সামাজিক খবর ও শুধু হাস্যরসের ঘটনা দেখবে দর্শক।
সিনেমার প্রসঙ্গে ডেইলি বাংলাদেশ টাইম কে শবনম পারভীন বলেন, এর আগেও বহু সিনেমায় আমি নায়িকার চরিত্রে অভিনয় করেছি এবং প্রশংসিত হয়েছি। তবে সময়ের পরিক্রমায় নতুন চরিত্রে অভিনয় করছি। আমার প্রচুর ব্যবসা সফল সিনেমা রয়েছে যেটি সবাই জানে। আমার অনেক ড্রিম প্রজেক্ট আছে ঠিজ তেমনি এটিও আমার ড্রিম প্রজেক্ট ছিল, ইচ্ছে ছিল এমন একটি গল্প নিয়ে কাজ করব যেখানে দর্শক শুধু হাসবে, আনন্দিত হবেন এবং খুব মজা পাবেন। এমনি ধারার একটি সিনেমার কাজ শুরু করি যেটি প্রধান চরিত্র খুঁজতে গিয়ে নিজেকে আবিষ্কার করে ফেলি। তাই অন্য কাউকে দিয়ে গল্পে মেলাতে পারছিলাম, তাই গল্পটি নিজের উপর ধারণ করলাম সবশেষ এটি এখন মুক্তি পাচ্ছে। আমি ছবিটি নিয়ে আশাবাদী এবং এমনি হাসাহাসি গল্পের ছবি এর আগে কেউ পাননি এটি আসলে দর্শকদের টাকা উসুল করার মতন ছবি।
হুরমতি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, নিলয়, অভি প্রমুখ।
উল্লেখ্য, কমেডি ও খলচরিত্রে পরিচিত মুখ শবনম পারভীন। বড় পর্দায় চার দশকের ক্যারিয়ারে প্রযোজনাও করেছেন তিনি। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান শবনম ফিল্মসের ব্যানার থেকে মুক্তি পেয়েছে ‘মৃত্যুদণ্ড’, ‘শুটার’, ‘সংগ্রাম’, ‘ভয়ংকর নারী’সহ বেশ কয়েকটি সিনেমা।