সম্পাদকীয়সারাদেশ

বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Share this:

(সিনিয়র রিপোর্টার – সোয়েব সিকদার, অরণ্য) –

জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী আন্দোলনে শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি গ্রহণ করে বিচারক রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৫ ডিসেম্বর রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাশে বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলায় শাকিব-সহ কয়েকজন আহত হওয়ার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *