শুভ জন্মদিন কবি শাহ পারভীন আখতার
(অরণ্য শোয়েব)-ছোটবেলা থেকেই লেখালেখি করতে পছন্দ আমার।কবিতা গল্প কত যে লিখেছি তার হিসেব নেই।লিখতে আমার সবসময় ভালো লাগে, যখনই সময় পাই বসে পরি কিছু একটা লিখতে সেটা কবিতা বা গল্প যেটাই হোক।লেখার জন্য অনুপ্রাণিত হয়েছি আপন মানুষদের কাছ থেকে।তাই লিখতে রয়েছি এখনো, থেমে যাইনি, লিখতে থাকবো।এই যে এত লেখালিখি কিন্তু কখনো তা প্রকাশিত করিনি পত্রিকায় কিংবা বইয়ের পৃস্টায়।এবার কেন জানি ইচ্ছে হলো একটা কবিতার বই সবার উদ্দেশ্য তুলে ধরার জন্য। কথাগুলো এভাবেই বলেছিলেন দেশের অন্যতম মহিলা কবি ও ‘মনের আয়নায় খুঁজি ‘খ্যাত লেখক শাহ পারভীন আখতার।

আজ ২৮ ডিসেম্বর এই কবির জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরে নেটিজেনদের ও পরিচিত পরিজনের শুভেচ্ছায় ভাসছেন এ কবি। ডেইলি বাংলাদেশ টাইম এর পক্ষ থেকে তাকে জানানো হয় শুভেচ্ছা। তার সাথে কথা হলে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, আমেরিকা থেকে বাংলাদেশে আসলাম। আবারো হয়তো দেশের বাহিরে যেতে পারি। আজ আমার জন্মদিন গতকাল থেকেই শুভেচ্ছা পাচ্ছি।প্রতি বছর সবাইকে নিয়ে জন্মদিন পালন করি। রাতের বেলা এক মাত্র সন্তানের সাথে জন্মদিনের কেক কেটে আনন্দ উপভোগ করলাম। আমি ভুলে গেলেও মেয়ে কিন্তু ভুলে নাই। হাজার বছর সুস্থতার সাথে নিজ কর্ম গুনে পৃথিবী আলোকিত করে বেচে থাকুক আনাএ মা মনি মিষ্টি সোনা। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, গত বছর একুশে বই মেলায় তার প্রকাশিত ‘মনের অব্যক্ত কথা’ শিরোনামের আরও একটি বই আসে। বেশ সাড়া ফেলেছিল বইটি মেলায় প্রকাশ হওয়ার পরে। লেখিকার বাহিরে তার আরো একটি পরিচয় তিনি ঢাকাই সিনেমার ‘মিস্টি কইন্যা’ এবং লাভ স্টেশন খ্যাত নায়িকা মিস্টি জান্নাত এর মা।

