সম্পাদকীয়সারাদেশ

শুভ জন্মদিন আনন্দ কির্ত্তনীয়া

Share this:

(সোয়েব সিকদার, অরণ্য) -গোপালগঞ্জ জেলার আকাশে আনন্দ কির্ত্তনীয়া একটি তাঁরা’র নাম। মুকসুদপুর উপজেলার কলিগ্রাম কে ব্রান্ডিং করছেন সর্বস্থানে। সামাজিক উন্নয়ন ও যুব উন্নয়ন লক্ষে তিনি নিরলস প্রচেষ্টা তার। সমাজের অবহেলিত ও দারিদ্র্য দূরীকরণ কাজে তিনি নিজেকে উৎর্সগ করেছেন সৃস্টিকর্তার কাছে। বেশ কিছুদিন আগে ভয়াবহ বন্যাকবলিত স্থানেতার টিম ছুটে গিয়েছেন সাহায্য করার জন্য। তার এই মহৎ কাজের জন্য তিনি প্রশংসিত হয়েছেন বহুবার। হয়েছেন সংবাদের শিরোনাম।বেশ কিছুদিন আগে মানব সেবায় বিশেষ অবদানের জন্য ভারতের কোলকাতা থেকে মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কলিগ্রামের আনন্দ কির্ত্তনীয়া।

এসব কথা সবারই জানা, তবে যেটা অজানা সেটি হচ্ছে, আজ এই মহান মানুষটির জন্মদিন। ডেইলি বাংলাদেশ টাইম এর পক্ষ থেকে শুভেচ্ছা।

জন্মদিন প্রসঙ্গে আনন্দ কির্ত্তনীয়া ডেইলি বাংলাদেশ টাইম কে বলেন, আমি খুব আনন্দিত আজ। গতকাল রাত থেকে শুভেচ্ছা পাচ্ছি, এই বিষয়টি আমাকে খুব ভালো লাগায়। এতদিন মানুষের ভালোবাসা পাচ্ছি, মনে হচ্ছে আসলেই জীবনে ভালো কিছু করেছি বলেই হয়তো। আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে। সকালবেলা স্কুলে গেলাম স্টুডেন্টরা প্রণাম এবং শুভেচ্ছা জানাল। দুপুরের পরে একটা ইনভাইটেশন আছে। সবমিলিয়ে দারুণ একটা সময় কাটছে।

ঈশ্বরের এবং মানব সেবায় জীবন উৎসর্গ করা আনন্দ কীর্ত্তনীয়া আরো বলেন, আসলে সেবাই পরম ধর্ম, আসুন মানব সেবায় এগিয়ে আসি এবং সবাই মিলে সুন্দর একটা পৃথিবী গড়ি। তিনি যোগ করেন, আমি জাগতিক সন্মান বা পুরস্কার পেতে আগ্রহী না, আমার জীবন দ্বারা মহান ঈশ্বরের গৌরব এবং অসহায় অবহেলিত মানুষের কল্যান হচ্ছে কিনা এটাই আমার কাছে মূখ্য বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *