বরিশাল বিভাগ

চাকুরি ফিরে পাওয়ার দাবিতে বিসিসি শ্রমিকদের বিক্ষোভ

Share this:

বরিশাল ব্যুরো- চাকুরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) চাকুরিচ্যুত হওয়া শ্রমিকরা। 

সোমবার সকালে নগরীর ফজলুল হক এভিনিউ রোড বিসিসির সামনে এ কর্মসূচিু পালিত হয়। এ সময় নগরীর প্রধান প্রধান কয়েকটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

শ্রমিকদের দাবী, আজ সপ্তম দিনের মত বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। কিন্তু কেউ গুরুত্ব সহকারে নিচ্ছেন না বিষয়টা।  চাকুরিচ্যুত হওয়া ১৬০ জন শ্রমিকদের যোগদান ও চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। 

চাকুরিচ্যুত হওয়া আব্দুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন যাবত বিসিসির শ্রমিক হিসেবে কাজ করেছি। হঠাৎ আমাদের কোনো ধরনের নোটিশ ছাড়া ১৬০ জনকে ছাঁটাই করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমাদের চাকুরি ফিরিয়ে না দিলে বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *