বরিশাল বিভাগস্বাস্থ্য

গৌরনদীতে প্রবীণ ব্যবসায়ী বেল্লাল মাঝী আর নেই…

Share this:

(সিনিয়র রিপোর্টার সোয়েব সিকদার) -বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী বেল্লাল মাঝী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত পরশুদিনই বরিশালে ডাক্তার দেখানোর পর বাসায় নিয়ে আসে এবং আগামীকাল ঢাকায় উচ্চ চিকিৎসার জন্য নেবার কথা ছিল। কিন্তু সময় আর তাকে যেতে দেয়নি, থেমে গেলো। টরকী বন্দর হারালো একজন সফল ব্যবসায়ী ও গুণী একজন মানুষকে।

জানা যায় গতকাল আজ এশার নামাজের পরে তিনি হটাৎ করেই তিনি বেশী অসুস্থবোধ করেন পরবর্তী তিনি আর কোনো সাড়া দেননি। কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আর নেই। তার দুই ছেলে, দুই মেয়ে এবং নাতি -নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০ টায় টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙণে তার জানাজা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *