খেলা

বরিশালে আনন্দের জোয়ার

Share this:

রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএলের ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়েছে বরিশাল। বিপিএ‌লে চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশাল উৎসবের নগরীতে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ সড়কে নেমে স্লোগান ও নে‌চে গে‌য়ে উল্লাস করছেন।

শুক্রবার রাতে চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার পর নগরীর সব সড়ক, অলিগলি থেকে কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের মিছিল বের হয়। তারা ভেপু বাজিয়ে ও ঢাক ঢোল পিটিয়ে আনন্দ উল্লাস করছেন। বের হয়েছে পিকাপ ও মোটরসাইকেল শোভাযাত্রা। বেশিরভাগ মিছিল নগরের প্রধান সড়ক সদর রো‌ডে প্রবেশ করায় এই সড়কে অন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে শুক্রবার বিকেল থেকেই নগরীতে বিপিএল উৎসব শুরু হয়। বিভিন্ন সড়কে গলিতে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়। ম্যাচ চলাকালে বরিশালের প্রতিটি চার-ছক্কায় শত শত দর্শক উল্লাস করতে থাকেন। জেতার পর উল্লাস বৃদ্ধি পায় কয়েকগুন। পাশ্ববর্তীতে জেলার থানাগুলোতেও পায় এর উল্লাস, যেমন বাবুগঞ্জ, মুলাদী,উজিরপুর, আগৈলঝাড়া, গৌরনদীতেও।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাটিং করে চিটাগং কিংস। ওপেনিং জুটিতে ১২.৪ ওভারে ১২১ রান তোলে তারা। ওই জুটির ওপর ভিত্তি করে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান করে মোহাম্মদ মিঠুনের দল। জবাবে বরিশালও ওপেনিং জুটিতে ৮.১ ওভারে ৭৬ রান যোগ করে। তামিম ও হৃদয়ের দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে কাইল মায়ার্স ও রিশাদ হোসেন বরিশালকে জয় এনে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *