টেস্ট ক্রিকেট নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান সাঙ্গাকারার
টেস্ট ক্রিকেট থেকে অর্থের জোগান আসবে এমনটা ভাবলে ক্রিকেটের জন্য ক্ষতি হবে বলে মনে করেন তিনি। সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেট ইউটিউব চ্যানেলে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথার্টনের সঙ্গে আলাপকালে সাঙ্গা বলেন, ‘আপনি যদি টেস্ট ক্রিকেটকে অর্থের যোগানদাতা হিসেবে চিন্তা করেন তাহলে এটা কাজ করবে না। এটা কখনই আপনার আর্থের উৎস হতে পারে না। টেস্ট ক্রিকেট নিয়ে আমাদের দৃষ্টি পরিবর্তন করতে হবে।’
আর এ জন্য অ্যাশেজের মতো আরও কিছু দেশকে রাইভাল হিসেবে তৈরি করার পরামর্শ দিয়েছেন এ লঙ্কান, ‘সব জায়গায় অ্যাশেজের মতো দারুণ কোন সিরিজ নেই যেখানে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। এখন রাইভাল তৈরির ব্যাপারে কথা বলতে হবে।’
টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য আইসিসি অবশ্য নানা পদক্ষেপ নিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ তার মধ্যে অন্যতম। তবে যাই করুক না কেন এ সংস্করণ থেকে টাকা আয়ের চিন্তা বন্ধ করতে বললেন সাঙ্গা, ‘তো এটা নিয়ে কি চিন্তা করছেন? আমরা কি এসব জিনিস ভুলে যাচ্ছি? দুই-স্তরের টেস্ট ক্রিকেট, টেস্ট চ্যাম্পিয়নশিপ যাই করেন না কেন এসব কাজ করবে না, টিকে থাকবে না যদি এ থেকে টাকা আয়ের চিন্তা বাদ না দেয়া হয়।’