বিনোদন

‘মাদার অব জুয়েল’ হলেন সোহাগের মা

Share this:

(সিনিয়র রিপোর্টার-সোয়েব সিকদার)-নারীর বিকাশ, নারীর জয়, ছড়িয়ে পড়ুক বিশ্বময়’ এ স্লোগান নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী উদ্যোক্তারা। নারীরা এখন আর পিছিয়ে থাকতে চায় না, সমাজের প্রতিটি পর্যায়ে যাওয়ার আকাঙ্ক্ষা তাদের। তাই সব বাধা-বিপত্তি উপেক্ষা করে নারীদের সামনে এগিয়ে যেতে হবে।

‘আন্তর্জাতিক নারী দিবস -২০২৫’ উপলক্ষ্যে গত শনিবার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে প্রদান করা হয় গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড- ২০২৪।

গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ও প্রথমা বাংলাদেশ নিবেদিত, গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ অনুষ্ঠানে ‘মাদার অফ জুয়েল’ ভুষিত হন জনপ্রিয় ড্যান্স কোরিওগ্রাফার এবং সোহাগ ড্যান্স ট্রুপ এর কর্নধার ইভান শাহরিয়ার সোহাগ এর মা জনাবা মাহমুদা বেগম।

মাদাএ অব জুয়েল অ্যাওয়ার্ড পেয়েছেন আমার মা। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। এবং গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড -২০২৪ এবং গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃপক্ষ সহ সকল আয়োজকদেরকে আমার মাকে সম্মানিত করার জন্য তারই সাথে অসংখ্য ধন্যবাদ, তানরুবা আফ্রিন এবং রিপন ভাইকে।

তিনি আরো বলেন, এটি প্রথম অ্যাওয়ার্ড আমার মায়ের হাতে নেওয়া। এর আগেও বেশ কয়েকটি টিভি চ্যানেল ও বিভিন্ন ইভেন্টস অ্যাওয়ার্ডে আমার মা নমিনেশন পেয়েছেন ও পুরস্কার পেয়েছেন তবে নিজের হাতে নিতে পারেননি অসুস্থতা থাকার কারণে। আরও একটি কারণ মা বাড়িতে থাকেন বরিশালে এতদূর থেকে আসা সম্ভব নয়। তারপরেও এবার জোর করেই নিয়ে এসেছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী বক্তব্য দেন। বিশিষ্ট নারী উদ্যোক্তা ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা আনোয়ারা বেগম নীপার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হামিদা খানম, অধ্যাপক ড.রেবেকা সুলতানা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ইশা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন।

অনুষ্ঠানে শিক্ষকতা, চিকিৎসা, সাংবাদিকতা, আইন, টিভি নাটক, ব্যবসা, শিল্প উদ্যোক্তা, আইটি খাত, চলচ্চিত্র, নৃত্য, সাহিত্যসহ বিভিন্ন বিভাগে সমাজে অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *