বিনোদন

শৈশবে বকশিশ ঘিরে অনেক মজার ঘটনা ঘটত: মিম

Share this:

(জ্যেষ্ঠ প্রতিবেদক ,সোয়েব সিকদার (অরণ্য শোয়েব)-ঢালিউড সেনসেশন বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন।সিনেমায় শুটিং কিংবা কোনো ব্র্যান্ডের ফটোশুটে মাঝে মধ্যে নানা সাজে দেখা যায় অভিনেত্রীকে। তবে এবারের দুর্গাপূজায় তাকে দেখা গেছে অন্যরূপে।পূজায় তাকে অপরূপ সাজে দেখা গেছে।

পূজার সময়ে সাজগোজে আলাদা প্রস্তুতি থাকে বিদ্যা সিনহা মিমের। এ জন্য আগেই পরিকল্পনা করে রাখেন তিনি। ব্যস্ততার মাঝে কেনাকাটার তেমন সুযোগ পান না।আর পূজায় প্রচুর উপহারও পেয়ে থাকেন তিনি। এবারের পূজায় কী উপহার পেলেন বিদ্যা সিনহা মিম

এবার অভিনেত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবচেয়ে বেশি শাড়ি উপহার পেয়েছেন বলে জানিয়েছেন। সেগুলো পরেই ছুটছেন বিভিন্ন পূজামণ্ডপে।মিম বলেন, উপহার হিসাবে পূজার সাজপোশাক তো থাকেই। এবার পূজার জন্য একটি শাড়ি কিনেছি। কিছু শাড়ি পছন্দ করেও রাখছিলাম।পরে অনেকগুলো শাড়ি উপহার হিসেবে পেয়েছি। প্রতি বছর এমনই হয়, অনেক শাড়ি পাই। আমি কিছু কেনার আগেই সবাই উপহারগুলো দিয়ে থাকে। সবই আমার পছন্দের রঙের। এটা আমার কাছে বিশেষ সারপ্রাইজের মতো বলে মনে করেন তিনি।

অভিনেত্রী বলেন, পূজায় আলাদা আকর্ষণ থাকে নানা রকম খাবার নিয়ে। এ সময়টা পছন্দের খাবার বেশি রান্না করা হয়। এগুলো বেশ উপভোগ করি।শারদীয় দুর্গাপূজার ব্যস্ততার শেষে দেশের বাইরেও যাবেন সময় কাটাতে বলে জানিয়েছেন বিদ্যা।

তিনি বলেন, পরিবারের সঙ্গে সময় কাটাতেই রাজশাহী আসা হয়। এটা আমার পছন্দের জায়গা। আজই আবার ঢাকায় ফিরব। পরে যেতে হবে কুমিল্লায়।দুর্গাপূজার শেষ সময় ছোটাছুটির মধ্য দিয়েই কেটে যাবে। উৎসবমুখর পরিবেশে ঘুরতে ঘুরতেই সময়টা কেটে যায়। এটাও বেশ উপভোগ করি বলে জানান অভিনেত্রী।

মিম বলেন, পূজা এলেই মন চলে যায় রাজশাহীতে। কিন্তু ব্যস্ততার কারণে মা-বাবার সঙ্গে পূজার সময় রাজশাহীতে থাকা হয় না। পূজা ঘিরে থাকে নানা রকম ব্যস্ততায়।আবার ঢাকাতেও বন্ধু–সহকর্মীর সঙ্গে বিশেষ এই সময়টা উপভোগ করতে হয়।

এ ছাড়া দুর্গাপূজায় আলাদা মজা থাকে বকশিশ নিয়ে। প্রিয়জনদের কাছ থেকে বকশিশও নিচ্ছেন তিনি

তবে শৈশবে বকশিশ ঘিরে অনেক মজার ঘটনা ঘটত উল্লেখ করে মিম বলেন, ‘এটা সালামির মতোই। আগে সবার কাছে গিয়ে প্রণামি চাইতাম।কেউ কম দিলে নিতাম না। আবার কেউ কেউ অনেক বেশি টাকা দিত। সেগুলো জমাতাম। এখন শৈশবের মতো আবদারের বিষয় থাকে না। বড়রা এমনিতেই প্রণামি দেয়

তবে এখন আমাকেই বেশি দিতে হয় বলে জানান অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *