বিনোদনসিনেমা

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত-সিবিআই রিপোর্ট

Share this:

(সিনিয়র রিপোর্টার – সোয়েব সিকদার, অরণ্য)-২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। অভিনেতার মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। প্রশ্ন ছিল, খুন না কি আত্মহত্যা?

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। জানিয়ে দিল সিবিআই। বলিউডের জনপ্রিয়ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৫ বছর চলে যাবার পর অবশেষে তদন্তের ইতি টানল সিবিআই। শনিবার মুম্বই আদালতকে সিবিআই এই মামলার অন্তিম রিপোর্ট জমা দিল।

স্থানীয় সময় শনিবার (২২ মার্চ) মুম্বাই আদালতকে এই মামলার অন্তিম রিপোর্ট জমা দিল সিবিআই। জানিয়ে দিয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি।

সিবিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বান্দ্রা আদালতে সিবিআই এই মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে। তদন্তে আত্মহত্যা ছাড়া অন্য কোনও তথ্য উঠে আসেনি। অন্তিম রিপোর্টের সমস্ত তথ্য ও সাক্ষীদের নাম নথিভুক্ত করেছে সিবিআই। সব ঠিক থাকলে, আগামী ৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে।

এর আগে, ২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। অভিনেতার মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। প্রশ্ন ছিল, খুন না কি আত্মহত্যা? সেই প্রশ্নের উত্তরই খোলসা করে দিল সিবিআই। প্রাথমিকভাবে, মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। অন্তিম রিপোর্টেও সিবিআই নিশ্চিত করল, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে অন্য কোনও দিক উঠে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *