ফিলিস্তিনিদের নির্যাতন, প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন
জ্যেষ্ঠ প্রতিবেদক, সোয়েব সিকদার (অরণ্য)- ইহুদিবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর নির্বিচারে বোমা হামলা ও হত্যার প্রতিবাদে আজ বুধবার উজিরপুর উপজেলার শোলক গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, স্থানীয়দের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন পালিত হয়। উপস্থিত বক্তারা ইসরাইলের সব পণ্য বর্জনের আহ্বান জানান। ফিলিস্তিনে শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।