নির্বিচারে প্রকৃতি ধ্বংসের ফলেই করোনার মত মহামরি
নির্বিচারে প্রকৃতি ধ্বংসের ফলশ্রুতিতে পৃথিবীতে করোনার মত মহামারি আসছে। অথচ এই কঠিন বাস্তবতাকে বিশ্ববাসী দশকের পর দশক ধরে এড়িয়ে চলেছেন। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের বক্তব্যে এমন তথ্য উঠে এসেছে। করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারি থেকে পরিত্রাণ পেতে সবুজ ও স্বাস্থ্যসম্মত জীবনব্যবস্থা গড়ে তোলার এবং বিশেষত, প্রকৃতি ধ্বংস ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তারা। সূত্র : দ্য গার্ডিয়ান।
বুধবার (১৮ জুন) ডব্লিউডব্লিউএফের এক প্রতিবেদনেও সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে নতুন নতুন রোগ (বন্য প্রাণী থেকে মানুষের দেহে) দেখা দেওয়ার ঝুঁকি অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি।
দ্য গার্ডিয়ানকে এসব সংস্থার কর্মকর্তারা বলেন, বন্য প্রাণীর মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়ে মানুষের দেহে ক্রমবর্ধমান হারে যেসব রোগ সৃষ্টি হচ্ছে, তার পেছনে চালকের ভূমিকায় আছে বন্য প্রাণীর অবৈ