সোনার প্রলেপ দেওয়া কাপড়সহ দুবাই ফেরত যাত্রী আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।তিনি অভিনব কায়দায় এই সোনা পাচার করছিলেন। তার ব্যবহৃত কাপড় ছিল সোনা দিয়ে লেপা।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম আলীম উদ্দিন (৪০)। তিনি সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা। তবে তিনি ঢাকায় যাওয়ার জন্য টিকিট করেছিলেন।
সিলেট ওসমানী বিমানবন্দর কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, আলীম উদ্দিন দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্লেনটি সিলেট বিমানবন্দরে অবতরণ করলে কাস্টমস ও এনএসআই সদস্যরা তাকে নামিয়ে আনেন।
এসময় আলীম উদ্দিনের পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি একটি শার্ট ও প্যান্টসহ ৮টি কাপড় জব্দ করা হয়।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম উল হক বলেন, আলীম উদ্দিন কয়েকটি অন্তর্বাস, গেঞ্জি পড়ে এসেছিলেন। সবগুলো সোনার প্রলেপ দেওয়া ছিল। তার পরিহিত কাপড়গুলো পুড়িয়ে সোনা উদ্ধার করা হবে। কাপড় পুড়ানো না হলে কত পরিমাণ সোনা সেটি জানা যাবে না।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোনার ওজন এক কেজির কাছাকাছি হতে পারে।