বিনোদন

‘মুজিব’ সিনেমায় আরিফিন শুভর অভিনয় নিয়ে যা বললেন বাঁধন

Share this:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই এটি ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে সিনেমাটির বাজেট, নির্মাণমান ও অভিনয় নিয়ে দর্শক ও সমালোচকদের নানা মত রয়েছে। এই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন ‘মুজিব’ সিনেমায় আরিফিন শুভর অভিনয় নিয়ে মুখ খুলেছেন। প্রশংসা করেছেন শুভর কাজের, তবে তুলে ধরেছেন সিনেমার বাজেট ঘিরে নিজের সংশয়ও।

বাঁধন বলেন, “শুভ দারুণ অভিনয় করেছেন। তিনি সব সময়ই ভালো অভিনেতা। ‘মুজিব’ সিনেমাতেও তিনি দুর্দান্ত ছিলেন।” তার মতে, শুভ চরিত্রে নিজেকে যথেষ্ট নিবেদন করেছেন এবং বঙ্গবন্ধুর ভাবমূর্তি ফুটিয়ে তুলতে আন্তরিক চেষ্টা করেছেন।

যদিও অভিনয়ের প্রশংসা করেছেন, বাঁধন সিনেমাটির বাজেট নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “১০০ কোটির সিনেমা বলা হলেও আদৌ সে বাজেটে নির্মাণ হয়নি বলেই আমি মনে করি।”

এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনার নতুন তরঙ্গ। কেউ বাঁধনের স্পষ্টতাকে প্রশংসা করছেন, আবার কেউ এই বক্তব্যকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখছেন।

আজমেরী হক বাঁধন সবসময়ই একজন সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিত। ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নিয়েই মতামত জানাতে দ্বিধা করেন না তিনি। সিনেমা শিল্পের মান, বিনিয়োগ এবং দর্শকের প্রত্যাশা নিয়েও তার সচেতন দৃষ্টিভঙ্গি ও সরব অবস্থান লক্ষ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *