খেলা

একাধিক চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

Share this:

(জ্যেষ্ঠ প্রতিবেদক, সোয়েব সিকদার )-শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এই সিরিজ দিয়ে লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পুরস্কার হিসেবেই জাতীয় দলে প্রত্যাবর্তন তার।

এদিকে চোট কাটিয়ে আবারও দলে ফিরেছেন পেস বিভাগের দুই গুরুত্বপূর্ণ সদস্য তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে ফর্মহীনতায় বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালের মার্চের পর এই ফরম্যাটে কোনো পঞ্চাশোর্ধ্ব ইনিংস নেই তার। এছাড়া পেসার নাহিদ রানারও দলে জায়গা হয়নি।

ওয়ানডে সিরিজ শেষ করে আগামী ১০ জুলাই থেকে শুরু হবে কুড়ি ওভারের লড়াই। সেদিন পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ডাম্বুলা এবং কলম্বোতে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম পাটোয়ারী, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *