ঢাকা বিভাগ

কিশোরীকে ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

Share this:

ফরিদপুর প্রতিনিধি-ফরিদপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ধর্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা ও আসামির জমিজমা বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুদ্দিন মোল্যা (৫৭) রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের জয়পুর হাট গ্রামের বাসিন্দা।

‎আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ওই কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ওই সময়ে স্থানীয়রা হাতেনাতে আটক করে এবং অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। পরেরদিন কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর বাবা।

‎আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, একটি পরিবারের প্রতিবন্ধী কিশোরীর সঙ্গে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা সমাজের জন্য হুমকিস্বরূপ। যার সর্বোচ্চ শাস্তিই আমরা কামনা করেছিলাম। যাতে একজন কিশোরী বা তরুণী তার পরিবার বা প্রতিবেশীর কাছে নিরাপদ থাকে, সমাজে এমন ঘটনা যেন না ঘটে। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *