বিনোদনসিনেমা

কানের ৭৭তম আসরে পুরস্কার পেলেন যারা !

Share this:

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের পর্দা নামলো। শনিবার (২৫ মে) স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে সমাপনী আয়োজন। একে একে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

একনজরে এবারের পুরো বিজয়ী তালিকা:

মূল প্রতিযোগিতা:
স্বর্ণপাম: আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট্র)
সেরা পরিচালক: মিগেল গোমেজ (গ্র্যান্ড ট্যুর, পর্তুগাল)
সেরা চিত্রনাট্যকার: কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স, ফ্রান্স)
সেরা অভিনেত্রী: সেলেনা গোমেজ, জোয়ি স্যালডানা, আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেস)
সেরা অভিনেতা: জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস, যুক্তরাষ্ট্র)
গ্রাঁ প্রিঁ: অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত)
জুরি প্রাইজ: এমিলিয়া পেরেস (জ্যাক অদিয়াঁর, ফ্রান্স)
স্পেশাল জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান)

সম্মানসূচক স্বর্ণপাম:
মেরিল স্ট্রিপ, স্টুডিও জিবলি, জর্জ লুকাস

ডিরেক্টরস’ ফোর্টনাইট:
সেরা ইউরোপিয়ান সিনেমা: হোনাস ত্রুয়েবা পরিচালিত ‘দ্য আদার ওয়ে অ্যারাউন্ড’
সেরা ফরাসি ভাষার সিনেমা: সোফি ফিলিয়ের পরিচালিত ‘দিস লাইফ অব মাইন’
অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড: ম্যাথু র‍্যানকিন পরিচালিত ‘ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ’
ক্যারোস দ’র: আন্ড্রেয়া আর্নল্ড

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
স্বর্ণপাম: দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট (নেবোজা স্লিজেপসেভিক, ক্রোয়েশিয়া)
স্পেশাল মেনশন: ব্যাড ফর অ্যা মোমেন্ট (দানিয়েল সোয়ারিস, পর্তুগাল)

গোল্ডেন ক্যামেরা:
ক্যামেরা দ’র: হল্ফদান উলমন তন্দেল (আরমান্ড, নরওয়ে; আঁ সাঁর্তে রিগা)
স্পেশাল মেনশন: মংগ্রেল (চাং ওয়ে লিয়েং, ইউ চাও ইন, তাইওয়ান)

সেরা ইমারসিভ পুরস্কার:
কালার্ড (তানিয়া দ্যু মনতেইন, স্টেফানে ফোনকিনোস, পিয়েরে-আঁলা জিরু; ফ্রান্স)

প্রসঙ্গত, ফ্রান্সের সাগর পাড়ে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছিল ১৪ মে। বিভিন্ন দেশ থেকে আগত সিনেমাপ্রেমীদের পদচারণায় মুখরিত ছিল উৎসব প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *