বিনোদন

কীওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫–এর পুরস্কার ঘোষণা

Share this:

(বিশেষ প্রতিনিধি -সোয়েব সিকদার) – সৃজনশীলতা, বৈচিত্র্য, স্থায়িত্ব ও শিল্পমানকে সম্মান জানিয়ে ১২–১৬ নভেম্বর অনুষ্ঠিত হলো ১৪তম বার্ষিক কী ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যাল (KWFF)। গ্রীষ্মমন্ডলীয় সৌন্দর্যে ভরপুর এই ঐতিহ্যবাহী উৎসব চলচ্চিত্রপ্রেমী, নবীন ও প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের মিলনমেলায় রূপ নেয়। শনিবার রাতে দ্য স্টুডিওস অফ কী ওয়েস্টে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হলো এ বছরের মর্যাদাপূর্ণ গোল্ডেন কী ও গোল্ডেন কনচ পুরস্কার।

গোল্ডেন কী পুরস্কার

শিল্পের প্রতি অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবারের গোল্ডেন কী পুরস্কার পেলেন—

পোশাক নকশায় উৎকর্ষতা: দেবোরাহ এল. স্কট

শৈল্পিক উৎকর্ষতা: স্যার বিলি কনোলি

তথ্যচিত্র নির্মাণে উৎকর্ষতা: ওন্ডি টিমোনার

অনুষ্ঠানে হৃদয়স্পর্শী এক মুহূর্ত ঘটে যখন টিমোনারকে পূর্ববর্তী বছরগুলোর উৎসব থেকে অর্জিত তার দুটি হারানো পুরস্কারের পুনঃপ্রতিলিপি প্রদান করা হয়—যেগুলো আলতাডেনার অগ্নিকাণ্ডে তার বাড়িসহ নষ্ট হয়ে গিয়েছিল।

গোল্ডেন কনচ পুরস্কার ও ক্রিটিকস অ্যাওয়ার্ড

ক্রিটিকস অ্যাওয়ার্ড, যা সাংবাদিক ও সমালোচকদের জুরি বোর্ড কর্তৃক নির্বাচিত, অর্জন করে ‘দ্য সিক্রেট এজেন্ট’—পরিচালনা করেছেন ক্লেবার মেন্ডনকা ফিলহো।

সেরা ফ্লোরিডা ফিচার ফিল্ম হিসেবে গোল্ডেন কনচ তুলে দেওয়া হয় ‘দ্য পাইথন হান্ট’–কে।এ পুরস্কারের বিচারক ছিলেন ফ্লোরিডা কিজ ও কী ওয়েস্ট ফিল্ম কমিশনের চ্যাড নিউম্যান, কিজ আর্টস কাউন্সিলের পরিচালক লিজ ইয়ং এবং দ্য স্টুডিওজ অফ কী ওয়েস্টের নির্বাহী পরিচালক জেড ডডস।অন্যান্য পূর্ণদৈর্ঘ্য বিভাগগুলো নির্ধারিত হয় দর্শকদের ভোটে।


দর্শক ও জুরি নির্ধারিত পুরস্কার বিজয়ীদের তালিকা

সেরা ন্যারেটিভ ফিচার ফিল্ম: হ্যামনেট — ক্লোয়ে ঝাও।

সমালোচক পুরস্কার: দ্য সিক্রেট এজেন্ট — ক্লেবার মেন্ডনকা ফিলহো।

সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র: সেন্টিমেন্টাল ভ্যালু — জোয়াকিম ট্রিয়ার।

সেরা LGBTQIA+ ফিচার: আমি এইভাবে জন্মগ্রহণ করেছি — ড্যানিয়েল জঙ্গ ও স্যাম পোলার্ড।

সেরা ডকুমেন্টারি ফিচার: আস্ক ই. জিন — আইভি মেরোপোল।

সেরা ফ্লোরিডা ফিচার: দ্য পাইথন হান্ট — জেন্ডার রবিন।

সেরা বিশ্ব কমেডি স্বল্পদৈর্ঘ্য: বিডে প্রাইভেট ডিক — দান্তে অ্যারিওলা।

সেরা বিশ্ব তথ্যচিত্র স্বল্পদৈর্ঘ্য: অল দ্য ওয়ালস ক্যাম ডাউন — ওন্ডি টিমোনার।

সেরা বিশ্ব নাটকীয় স্বল্পদৈর্ঘ্য (টাই):

লিটল রেবেল সিনেমা ক্লাব — খোজি রিজাল

দ্য সিঙ্গার্স — স্যাম ডেভিস

ফ্লোরিডার সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা: গোল্ডেন ইয়ার্স — টিম রিটার

ছাত্র চলচ্চিত্র নির্মাতাদের সম্মাননা

কিং ফ্যামিলি ফাউন্ডেশন প্রদত্ত কিম্বার্লি পিয়ার্স স্কলারশিপ এ বছর পেয়েছে—সেরা বিশ্ব ছাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: রেসল-অফ — সাবাতিনো সিয়াত্তি সেরা ফ্লোরিডা ছাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: প্রিলুড — পাওলো সেস্টি। শিল্পের বৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের নতুন কণ্ঠস্বরকে একত্র করে কী ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ আবারও প্রমাণ করলো—চলচ্চিত্র কেবল বিনোদন নয়, এটি গল্প বলার শক্তিশালী মাধ্যম, যা সংস্কৃতি ও মানুষের মধ্যে সংযোগের সেতুবন্ধন তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *