গৌরনদীতে করিম প্রফেসার এর স্মরণে দোয়া ও মিলাদ
গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে বনিক সমিতির উদ্যোগে সাবেক সাধারণ সম্পাদক মরহুম করিম প্রফেসারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিঞা। বিশেষ অতিথি ছিলেন মোঃ মসিউর রহমান সান্টু মুন্সি। এছাড়া টরকী বন্দর বনিক সমিতির সভাপতি মোঃ শরিফ সাহাবুব হাসান, সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান চঞ্চল মাঝী, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার শরিফ, এবং সদস্য মোঃ অলিউল মালসহ স্থানীয় ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা মরহুম করিম প্রফেসারের কর্মমুখী জীবন, সমাজসেবা ও বনিক সমিতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠানের শেষে টরকী বন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।পুরো অনুষ্ঠানটি স্মরণ, শ্রদ্ধা ও মানবিক বন্ধনের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

