আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থ্যতা কামনায় দোয়া মিলাদ
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে রবিবার বাদ মাগরিব উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া-মিলাদে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা। সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আলহাজ¦ মোঃ জামাল উদ্দিন, সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহামুদ, সহদফতর সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সহপ্রচার সম্পাদক হাসান মাহামুদ, সদস্য আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিয়ালী, নাসিরুল ইসলাম লিটু, জিএম জসিম হাসান, মেহেদী হাসান লিজন, এসএম মিজান প্রমুখ।