বরিশালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শেয়ারিং সভা
বরিশাল ব্যুরো: নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহের কোন ক্ষমা নেই” শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বরিশাল সদর উপজেলা প্লাটফরম এর শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার নগরীর আভাসের হলরুমে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও যশোর রাইটস্ এর যৌথ আয়োজনে ইউএসএআইডি এবং ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্লাটফরমের যুগ্ম আহবায়ক শরীফ তাছলিমা কালাম পলি। ।আভাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আভাসের প্রোগ্রাম ডিরেক্টর এস.এম. সিরাজুল ইসলাম, মনিটরিং কো-অর্ডিনেটর মোঃ আলী আহসান, প্রোগ্রাম অর্গানাইজার ময়ুরী আক্তার টুম্পা, নাহার আক্তার প্রমূখ।