বরিশালে খাদ্য অধিকার আইনের দাবীতে মানববন্ধন
বরিশাল ব্যুরো : সকল মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকাল দশটায় নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বরে খাদ্য সপ্তাহ উপলক্ষে উন্নয়ন সংস্থা খানি এবং ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কালে শিবানী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সনাক জেলা সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, রনজিৎ দত্ত, জহিরুল ইসলাম জাফর, মজিবর রহমান খান, শুভংকর চত্রবর্তী, লিংকন বাড়ৈ প্রমুখ। ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কিশোর চন্দ্র বালা। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহাজিব রেজবি, যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ কর্মকার, আফরোজা আক্তার লিনা, মাহফুজ রায়হান, বোরহান মারুফ, ইমরান রনি, সৈকত দে, মনির হাওলাদার ও পপি আক্তার প্রমুখ।