নাগরিকদের প্রত্যাশা পূরনই হবে প্রধান কাজ-কাউন্সিলর প্রার্থী সুমন
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) :
তৃতীয় ধাপে জেলার গৌরনদী পৌরসভা নির্বাচনে আট নং ওয়ার্ডের (গেরাকুল-দিয়াশুর) কাউন্সিলর প্রার্থী উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলমগীর হোসেন বেপারীর পুত্র মোঃ সুমন বেপারী বলেছেন, তিনি বিজয়ী হতে পারলে নির্বাচিত পৌর পিতার সাথে সমন্বয় করে নাগরিকদের প্রত্যাশা পূরন করাই হবে তার প্রধান কাজ।
সোমবার দুপুরে সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারনাকালে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পাঞ্জাবী মার্কার প্রার্থী সুমন বেপারী সাংবাদিকদের জানান, আমার মরহুম পিতার আর্দশকে বুকে ধারন করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অক্ষুন্ন রেখে আমি সর্বদা কাজ করতে চাই। তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের কৃষককুলের নয়ন মনি সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের সাথে আমার পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা বিবেচনা করে একজন এতিম সন্তান হিসেবে আমাকে নির্বাচিত করা হলে পৌর পিতার পরামর্শে ওয়ার্ডের অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরন করাই হবে আমার মুল উদ্দেশ্য।