বরিশাল বিভাগ

গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা


প্রতিনিধি,গৌরনদী (বরিশাল) : ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে পরাজিত প্রার্থীর সমর্থকদের বোমা হামলায় নিহত দরিদ্র ভ্যানচালকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।


উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বুধবার বিকেলে নিহত ভ্যান চালকের বাড়িতে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে । পাশাপাশি নিহতের স্ত্রীর নামে বিধবা ভাতা এবং সরকারি ঘর দেয়া হবে ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ ।


উল্লেখ্য, গত ২১ জুন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধার সমর্থকদের আনন্দ মিছিলে বোমা হামলা চালায় আরজ আলী সরদারের সমর্থকরা । এতে ঘটনাস্থলেই আবু বকর নামের এক যুবক নিহত হয় ।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলেও অদ্যবর্ধি কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *